ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
 
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।


 
দলীয় সূত্রে জানা যায়, সরকার যদি দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে সেক্ষেত্রে বিএনপি কেমন প্রতিক্রিয়া দেখাবে? কোনো কর্মসূচি দেবে কিনা? দিলে কী ধরনের কর্মসূচি দেবে? মূলত এসব বিষয়ে সোমবারের বৈঠকে আলোচনা হবে।
 
এ ছাড়া সার্চ কমিটির কাছে বিএনপি এবং জোট শরিকদের দেওয়া ‘নাম’ থেকে প্রধান নির্বাচন কমিশনার বা অন্য দুয়েকজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হলে- বিষয়টিকে দলীয়ভাবে কোন বিশ্লেষণে ফেলে মূল্যায়ন করা হবে, সেটি নিয়েও আলোচনা হতে পারে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে।
 
২০১৭ সালে বিএনপির স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক এটি। প্রথম বৈঠকটি হয় গত ২৯ জানুয়ারি। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় সার্চ কমিটিতে নাম দেবে বিএনপি। সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি সার্চ কমিটির কাছে পাঁচটি নাম প্রস্তাব করে দলটি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬/আপডেট ২১১৬
এজেড/বিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।