ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রবীণ রাজনীতিবিদ গোলাম রব্বানী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
প্রবীণ রাজনীতিবিদ গোলাম রব্বানী আর নেই

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ ৭৩ সাল থেকে আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহম্মদপুর উপজেলার বলিদিয়া ইউনিয়নের ছোট কলমধরী গ্রামের বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিলে ৮৬ বছর।

পারিবারিক সূত্র জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।  

গোলাম রব্বানীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, গোলাম রব্বানী ছিলেন গোটা মহম্মদপুরবাসীর অভিভাবক।  
পূর্ব পাকিস্তানের সাবেক মন্ত্রী মরহুম আব্দুল খালেকের জামাতা গোলাম রব্বানী ছিলেন মু্ক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৭৩ সাল থেকে আমৃত্যু মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। বিনোদপুর বি কে উচ্চ বিদ্যালয়ের সাবেক এই প্রধান শিক্ষক মৃত্যুকালে স্ত্রী জয়নব বানু, পাঁচ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।