ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রেফারি নিয়োগ হয়েছে, নির্বাচনে অংশ নিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
রেফারি নিয়োগ হয়েছে, নির্বাচনে অংশ নিন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, সব দলের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনে রেফারি নিয়োগ করা হয়েছে। এবার আপনারা নির্বাচনে অংশ নিন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীতে ৫০০ শয্যা বিশিষ্ট জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ৫শ’ শয্যা বিশিষ্ট জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল নির্মাণে  প্রায় ৪শ’ কোটি টাকা ও বেগমগঞ্জ উপজেলায় ১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সেনবাগ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, লক্ষ্মীপুরের সংসদ সদস্য শাহজাহান কামাল, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের সাবেক  সভাপতি অধ্যাপক মো. হানিফ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, স্বাচিপের সভাপতি ইকবাল আর্সেনাল, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন-মরহুম আবদুল মালেক উকিলের ছেলে গোলাম মহিউদ্দিন লাতু ও জননেতা মরহুম নুরুল হক চৌধুরীর ছেলে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বাদশা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।