ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভাইস চেয়ারম্যানদের নিয়ে আলোচনায়ও নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ভাইস চেয়ারম্যানদের নিয়ে আলোচনায়ও নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতা

ঢাকা: দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে নির্বাচন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো অগ্রগতি হয়নি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পযর্ন্ত গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। টানা দু’ঘণ্টার বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির করণীয়, নির্বাচন কমিশন গঠন, এ কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া ঠিক হবে কিনা, সামনে দিনগুলোতে কোন পলিসিতে এগোবে বিএনপি, দলকে শক্তিশালী করতে কোন কোন বিষয়ে জোর দিতে হবে, দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।


 
এছাড়া দেশের সার্বিক পরিস্থিতির উপর আরেকটা সংবাদ সম্মেলন করা যায় কিনা সে বিষয়টি ভেবে দেখার জন্য দলের চেয়ারপারসনকে কেউ কেউ পরামর্শ দেন।
 
বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত আরেকটি নির্বাচনের দাবি তোলার বিষয়টি নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তবে কোনো আলোচনা সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছেনি। সব কিছুই প্রাথমিক আলোচনা হিসেবে বৈঠকে স্থান পেয়েছে।
 
বৈঠকে উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক আব্দুল মান্নান, এম এ মন্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, শওকত মাহমুদ, শামসুজ্জামান দুদু, ইকবাল হাসান মাহমুদ টুকু, গিয়াস কাদের চৌধুরী, মো. শাহজাহান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজেড/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।