ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ. লীগ কর্মী গুলিবিদ্ধে আসামি মাসুদ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আ. লীগ কর্মী গুলিবিদ্ধে আসামি মাসুদ গ্রেফতার

ঢাকা: রাজধানীর পল্টনে আওয়ামী লীগ কর্মী মোশারফ ভূঁইয়া (২১) গুলিবিদ্ধ হওয়ার মামলার আসামি মাসুদ রানাকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ পক্ষ থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাতে চেয়েছে র‌্যাব-৩।

গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরানা পল্টন কালভার্ট রোডের ৩৭/২ নম্বর ভবনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীরের অফিসে গুলির ঘটনায় মোশারফ ভূঁইয়া গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় সোমবার রাতে পল্টন মডেল থানায় মাসুদ রানাকে আসামি করে মামলা করা হয়। মামলা নম্বর ৩৮। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গুলিবিদ্ধ মোশারফ রূপগঞ্জ গাউছিয়া এলাকার বাসিন্দা ও রূপগঞ্জের আওয়ামী লীগ কর্মী। মোশারফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৮‍ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।