ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা-ছবি: বাংলানিউজ

বদরগঞ্জ, রংপুর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনেই প্রার্থী দেবে এবং এককভাবে নির্বাচন করবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে রংপুর থেকে সড়ক পথে নীলফামারী যাওয়ার সময় বদরগঞ্জ উপজেলায় যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি এসময় আরো বলেন, জাপার বর্তমান অবস্থা আগের চাইতে অনেক ভালো।

বিএনপি সরকারের আমলে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছিল, এ কারণে আমি জেলও খেটেছি। এখন বিএনপি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাদের অবস্থা এখন খুব খারাপ।

এসময় তিনি আগামী নির্বাচনে বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলুর নাম ঘোষণা করেন।
 
স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে মোকাম্মেল চৌধুরী নিজেকে জাপার লোক হিসেবে দাবি করছেন, তিনি আমার দলের লোক না, তিনি জাসদের লোক।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।