ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার সরকার বার বার দরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
শেখ হাসিনার সরকার বার বার দরকার শেখ হাসিনার সরকার বার বার দরকার

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না। অপরদিকে বিএনপি জোট সরকারের আমলে উত্তরাঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত। এজন্যই দেশকে উন্নয়নসহ স্বাবলম্বী করতে শেখ হাসিনা সরকার বার বার দরকার।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মাঠে “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের সদস্যদের মতবিনিময় ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।


এই সরকার বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে। কেউ খাবে তো কেউ খাবে না, এ নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।

এর আগে শিল্পমন্ত্রী মোল্লারহাট জেডএ ভূট্রো ডিগ্রি কলেজের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে মন্ত্রী পল্লীকর্ম উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে গ্রামীণ ঋণ, প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র ও নতুন ভিজিডি উপকার ভোগীদের কার্ড বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।

মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন হাওলাদার সভায় সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।