ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কানাডা আদালতের রায়ে এদেশের রাজনীতির পরিবর্তন হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
কানাডা আদালতের রায়ে এদেশের রাজনীতির পরিবর্তন হবে না কানাডা আদালতের রায়ে এদেশের রাজনীতির পরিবর্তন হবে না

ঠাকুরগাঁও: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কানাডা আদালতের রায়ে বাংলাদেশের রাজনীতির কোন পরিবর্তন হবে না। বিএনপি কখনই সন্ত্রাস করে না, সন্ত্রাসে বিশ্বাসও করে না। আওয়ামী লীগই সন্ত্রাসী দল। তারা নিজেরাই সন্ত্রাস করে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায়।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সালাম রেস্ট হাউজে বিএনপি’র কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের অত্যাচার মানুষ তা ভুলে নাই।

বর্তমানে তারা নিজেরা মারামারি করছে, বন্ধুকযুদ্ধে লিপ্ত হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছে। যা দেশের মানুষ আর বেশিদিন সহ্য করবে না। ’  

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি শাহেদ কামাল ডালিমসহ থানা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।