ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকে আওয়ামীকরণ করবেন না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বঙ্গবন্ধুকে আওয়ামীকরণ করবেন না

ঢাকা: বঙ্গবন্ধুকে আওয়ামীকরণ করবেন না বলে মন্তব্য করেছেন চার খলিফার এক খলিফা আ স ম আবদুর রব।

শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইশতেহার পাঠ দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা তোমার আমার ঠিকানা’ নামে সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে আওয়ামীকরণ করছে সরকার।

বঙ্গবন্ধুকে আওয়ামীকরণ করবেন না। বঙ্গবন্ধুর সঙ্গে যারা ছিলেন তাদের ভুলে গিয়ে বঙ্গবন্ধুকে কীভাবে সম্মান করবেন। শাহজাহাজান সিরাজকে ইচ্ছা করলেই ফেলে দেওয়া যাবে না। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। শাহজাহান সিরাজ কোথায় আছেন, কেমন আছেন তা কেউ খবর রাখে না। অথচ শাহজাহান সিরাজ ইশতেহার পাঠ না করলে স্বাধীনতা আসতো কীভাবে! সিঁড়ির নিচের ধাপ ভুলে গিয়ে সামনে যাওয়া যাবে না।

সভায় ১৯৭১ সালে স্বাধীনতার ইশতেহার পাঠকারক শাহজাহান সিরাজ বলেন, আমি আবার আপনাদের সামনে ফিরে আসতে পারবো তা কখনও ভাবিনি। সবার দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি সবার কাছে দোয়া চাই।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহজাহান ট্রাস্টের সভাপতি বেগম রাবেয়া সিরাজ, বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির আহ্বায়ক কামাল সিদ্দিকি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইউএম/এসআরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।