ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘তাঁতী লীগ গুণ্ডামি-মাস্তানি করবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
‘তাঁতী লীগ গুণ্ডামি-মাস্তানি করবে না’ মতবিনিময় সভার অতিথি ও আলোচকরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: তাঁতী লীগ গুণ্ডামি-মাস্তানি করবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

তিনি বলেন, ‘তাঁতী লীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে। কোনো রকম টেন্ডারবাজি, চাঁদাবাজিতে তাঁতী লীগ নিজেদের জড়াতে পারবে না।

তবে দলের প্রয়োজনে তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় জনগণের পাহারাদার হিসেবে কাজ করবে’।  

বুধবার (২২ মার্চ) রাত ৮টায় ময়মনসিংহের আদালত প্রাঙ্গনে আগামী ২৫ মার্চ জেলা আওয়ামী লীগের গণমিছিল উপলক্ষে জেলা তাঁতী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জেলা তাঁতী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন জাকিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল, সাংগঠনিক সম্পাদক শিবলু মাহমুদ প্রমুখ।

ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান বলেন, তাঁতী লীগ হবে সুশৃঙ্খল সংগঠন। তারা অন্যায়ের সঙ্গে আপস করবে না।

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, যুবলীগ ও ছাত্রলীগের মতো তাঁতী লীগকেও সুসংগঠিত হতে হবে। আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।