ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গি সংগঠনের সঙ্গে বিএনপির যোগস‍ূত্র রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
জঙ্গি সংগঠনের সঙ্গে বিএনপির যোগস‍ূত্র রয়েছে জঙ্গি সংগঠনের সঙ্গে বিএনপির যোগস‍ূত্র রয়েছে: হানিফ-ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জঙ্গি দমনের ক্ষেত্রে বিএনপির এতো আপত্তি কেন? বিভিন্ন সময় তাদের বক্তব্যই প্রমাণ করে বাংলাদেশে যতো জঙ্গি সংগঠন আছে, সবার সঙ্গে বিএনপির একটা যোগসূত্র রয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি যতোই মায়া কান্না করুক না কেন, কোনো লাভ হবে না।

জনগণের নিরাপত্তার স্বার্থে জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। আগামীতেও করবে। এ দেশ থেকে চিরতরে জঙ্গি নির্মূল করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আযম ও শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।