ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়িতে হামলা, গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়িতে হামলা, গুলি

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।  

যুবলীগ নেতা রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।

 

রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তার ভাইপো রাসেল বাড়ির উঠানে ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ও সাতটি বোমা ছোড়ে দুর্বৃত্তরা। কিন্তু সে দ্রুত ঘরে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।