ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় ইসলামিক মহাজোটের আত্মপ্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জাতীয় ইসলামিক মহাজোটের আত্মপ্রকাশ জাতীয় ইসলামিক মহাজোটের আত্মপ্রকাশ

ঢাকা: সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় ইসলামিক মহাজোট। এ মহাজোটে দেশের ৩৪টি সংগঠন রয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ মহাজোটের আত্মপ্রকাশ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সভাপতিত্ব করেন জাতীয় ইসলামিক মহাজোটের আহ্বায়ক জননেতা আবু নাছের ওয়াহেদ ফারুক।

সংবাদ সম্মেলন শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জোটের শরিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মাঝে ঐক্য নেই। ঐক্য থাকলে আপনারা ক্ষমতায় থাকতেন। আমাকে যদি মহাজোটের দায়িত্ব দেওয়া হয় আমি তা সাদরে গ্রহণ করবো।

মহাজোটের ৩৪টি সংগঠনের মধ্যে রয়েছে- গণ ইসলামিক পার্টি, পিপলস জাস্টিস পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় শরিয়া আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টি, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক লীগ, জমিয়তে মুসলিমিন বাংলাদেশ, ন্যাপ ভাষানী, খেলাফত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ ইসলামী গণ আন্দোলন, জাতীয় ইসলামী আন্দোলন, জমিয়তুল ওলামা পার্টি, জাতীয় ইসলামিক মুভমেন্ট, খেলাফত আন্দোলন বাংলাদেশ,  ইনসানিয়াত পার্টি বাংলাদেশ, খেলাফত বাস্তবায়ন পার্টি, ইসলামী আকিদা সংরক্ষন পার্টি, ইসলামী মূল্যবোধ সংরক্ষণ পার্টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ,  মুসলিম জনতা পার্টি, ইসলামী আকিদা সংরক্ষন আন্দোলন, খেদমতে খালক পার্টি, ওলামা মাশায়েক সমন্বয় পরিষদ, ইউনাইটেড ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী পার্টি, ইসলামী সমাজ কল্যাণ আন্দোলন, বাংলাদেশ ইত্তেহাদুল মুসলিমিন, বাংলাদেশ খেলাফাতুল উম্মাহ, বাংলাদেশ আকিমুদ দ্বীন মজলিস ও বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট বই পার্টি।

এ সময় জোটের পক্ষ থেকে কয়েকটি লক্ষ্যের বিষয়ে বলা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।