ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুসিক নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করা যায়নি: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
কুসিক নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করা যায়নি: কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের/ছবি: বাংলানিউজ

গাজীপুর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আমাদের দলের অভ্যন্তরীণ সমস্যা ছিল। তাই দলকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি নাই। কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

শুক্রবার (৩১ মার্চ) সকালে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিআরটিএ এর ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।  

কুমিল্লার নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, কুসিক নির্বাচনের ফলাফল আমাদের ফোকাস নয়, ফোকাস হচ্ছে এ নির্বাচনটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে কি-না।

এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। নির্বাচনে হারা-জিতা এটা জনগণের বিষয়। কিছু দিন আগে একটা অবাধ, নিরপেক্ষ নির্বাচনে আমরা নারায়ণগঞ্জে জিতেছি। কুমিল্লায় অবশ্য পৌরসভা থাকাকালেও কোনদিন আমরা জিততে পারিনি।  

তিনি বলেন, বিএনপি সব সময় অভিযোগ করে আসছে, শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশন সুষ্ঠু  নির্বাচন করতে পারবে না, কিন্তু কুমিল্লার নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।  

এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফারুক জলিল ও শফিকুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, বিআরটিএ-র প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার সানাউল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক-জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের যে সব পয়েন্টে যানজট হবে, সেখানেই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এলক্ষ্যে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৬টি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আর গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত আরো ৯টি ফ্লাইওভার নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।