ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় আ’লীগের দু’গ্রুপের হামলায় আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
সাতক্ষীরায় আ’লীগের দু’গ্রুপের হামলায় আহত ৪

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বৈকারী ও ঘোনা ইউনিয়নে চার দফায় পৃথক এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুর রহমান মোশা, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ঘোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস আলীর বাবা ও ঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান।

স্থানীয়রা জানান, সম্প্রতি ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা চেয়ারম্যান মোশার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এরপর চেয়ারম্যান মোশাও পাল্টা সংবাদ সম্মেলন করে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নামে নানা অভিযোগ তোলেন।

শুক্রবার দুপুরে ঘোনা ইউনিয়নের পার্শ্ববর্তী বৈকারী ইউনিয়নের কাথন্ডায় এক মুক্তিযোদ্ধার কুলখানিতে অংশ নেন চেয়ারম্যান মোশা। সেখানে সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা রিপন, কামাল, ইউনুসসহ অন্যরা চেয়ারম্যান ফজলুর রহমান মোশার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে চেয়ারম্যানের ওপর হামলে পড়েন অন্যরা। এ সময় চেয়ারম্যান মোশাকে চেয়ার দিয়ে উপর্যুপরি আঘাত করেন তারা। পরে তিনি পালিয়ে রক্ষা পান।

এদিকে, দুপুরের ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান মোশার নেতৃত্বে তার সমর্থকরা বিকেলে ও সন্ধ্যায় কয়েক দফায় ঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসানের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন।

পরে ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুসের বাবার ওপর চেয়ারম্যানের বাহিনী হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেন।

এর পরপরই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের ওপর হামলা চালিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়।

এ ব্যাপারে ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা বাংলানিউজকে জানান, তার ওপর হামলার ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন।

অপরদিকে, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, তার নেতা-কর্মীদের ওপর কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। রাতে তিনি আরও বড়ধরনের সহিংসতার আশঙ্কা করছেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।