ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাকে গয়েশ্বরের পরামর্শ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
শেখ হাসিনাকে গয়েশ্বরের পরামর্শ! যুব জাগপার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গয়েশ্বর রায়, ছবি: শাকিল

ঢাকা: ভারত সফরের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামরিক বিশেজ্ঞদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (০১ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
 
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অঙ্গ সংগঠন যুব জাগপার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।


 
শেখ হাসিনার উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনি তো এ দেশটাকে জনগণের দেশ মনে করেন না। আর যদি পৈত্রিক সম্পত্তি মনে করেন তাহলে সেটি রক্ষার দায়িত্ব আপনার। তাই ভারতে যাওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন। দেশটাকে বাঁচান।
 
সামরিক চুক্তি হলে ভারতের শত্রু পক্ষ দ্বারা বাংলাদেশ আক্রান্ত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে কোনো দেশের সঙ্গে যদি বাংলাদেশের যুদ্ধের সম্ভ‍াবনা থাকে, তাহলে সেটি ভারত। কিন্তু সেই সম্ভাবনা তো দেখা যাচ্ছে না। আর দেখা গেলেও সামরিক চুক্তি তো ভারতে সঙ্গে হতে পারে না। তাহলে সামরিক চুক্তি কেন?
 
চুক্তি হতে পারে ভারতের প্রয়োজনে। কারণ, ভারতের চার পাশে বিভিন্ন দেশ আছে। যে দেশগুলোর সঙ্গে তাদের যুদ্ধ লাগতে পারে। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে যদি বাংলাদেশের সামরিক চুক্তি হয়, তাহলে ওই চুক্তির কারণে ভারতের শত্রু পক্ষ দ্বারা বাংলাদেশে আক্রান্ত হতে পারে-বলেন গয়েশ্বর।
 
সামরিক চুক্তির প্রয়োজনীয়তা প্রমাণ করতে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছে কী না প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারের কোনো কাজের প্রতি জনগণের আস্থা নেই। তারা ভালো করলেও জনগণ সন্দেহের চোখে দেখে। এই জঙ্গি অভিযান নিয়েও জনগণের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
 
লোকজন বলাবলি করছে ভারতের সঙ্গে সামরিক চুক্তির আগে জঙ্গি দমন অভিযান চালিয়ে সামরিক চুক্তির প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছে সরকার। আদতে কী যে ঘটছে আমরা কিছু বুঝতে পারছি না-বলেন গয়েশ্বর।
 
যুব জাগপার সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে আলোচন‍া সভায় বক্তব্য রাখেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।