ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলের জন্য আমৃত্যু কাজ করে যাবো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
দলের জন্য আমৃত্যু কাজ করে যাবো বক্তব্য রাখছেন মোহিত উর রহমান শান্ত/ছবি:বাংলানিউজ

ময়মনসিংহ: আমি দলের জন্য আমৃত্যু কাজ করে যাবো। আমার বাড়ি ঘরের দরকার নেই। মানুষের ভালোবাসা পেয়েছি। এতেই আমি খুশি। আমার বয়স হয়েছে। যে কোনো সময় চলে যাবো। আমার ছেলেকে রাজনীতিতে রেখে গেলাম।

শনিবার (১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের সিরতা উচ্চ বিদ্যালয় মাঠে চরাঞ্চলবাসীর উদ্যোগে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধর্মমন্ত্রীর ছেলে মোহিত উর রহমান শান্তকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু সাইদ, রেজাউল হাসান বাবু প্রমুখ।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক পান্না, ব্যক্তিগত সহকারী আক্তারুজ্জামান রবিন, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাখখার হোসেন খোকন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রাজ্জাক উষান প্রমুখ।

মোহিত উর রহমান শান্ত বলেন, বাবা অধ্যক্ষ মতিউর রহমানের হাত ধরে রাজনীতিতে এসেছি। বাবার ত্যাগ আমি দেখেছি। বাবার আদর্শ থেকে শিক্ষা নিয়েছি। দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব পালনে মনে প্রাণে চেষ্টা করে যাবো।


বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।