ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গি দমনে জাতি একাত্তরের মতোই ঐক্যবদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
জঙ্গি দমনে জাতি একাত্তরের মতোই ঐক্যবদ্ধ আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম/ছবি: কাশেম হারুন

ঢাকা: সরকারের জঙ্গি দমনে সমগ্র জাতি একাত্তরের মতোই ঐক্যবদ্ধ আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর’স অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, সরকারের জঙ্গি দমন ইস্যুতে ইতোমধ্যেই জাতীয় ঐক্য গড়ে ওঠেছে।

হয়তো মুষ্টিমেয় কয়েকজন চেনা লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিবাদকে সমর্থন করছে। এছাড়া একাত্তরে যেমন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিলো তেমনি জঙ্গি দমন ইস্যুতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ আছে।

জনগণের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় যে অভিযান চলছে, তার সঙ্গে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ আছে। জনগণই আইন-শৃঙ্খলা বাহিনীকে জঙ্গির তথ্য দিচ্ছে। সেই তথ্য অনুযায়ী অভিযান পরিচালিত হচ্ছে।

সব কিছুতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে দেশ দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার যে টার্গেট বাংলাদেশ নির্ধারণ করেছে-এভাবে এগোতে পারলে সে লক্ষ্যে পৌঁছানো আমাদের জন্য কঠিন হবে না।

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের অনেকগুলো অর্জনের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অন্যতম। এখন আমাদের আর খাদ্য আমদানি করতে হয় না। দেশে উৎপাদিত খাদ্যেই আমাদের চাহিদা পূরণ হচ্ছে।

বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে সেমিনারে বক্তব্য র‍াখেন- খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফকির ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফুড সেফটি অথোরিটির চেয়ার‌ম্যান মো. মাহফুজুল হক, বাপা সাধারণ সম্পাদক খুরশিদ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হোসেইন উদ্দিন শেখর।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এজেড/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।