ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিক্ষা কখনোই জীবন থেকে হারিয়ে যায় না 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
শিক্ষা কখনোই জীবন থেকে হারিয়ে যায় না  শিক্ষা কখনোই জীবন থেকে হারিয়ে যায় না-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিক্ষা কখনোই জীবন থেকে হারিয়ে যায় না। শিক্ষা জীবনকে সাবলীল করে, জীবনকে উপভোগ্য করে তোলে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে লালমনিরহাটে স্কুল ব্যাংকিং সম্মেলন ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।  

প্রতিমন্ত্রী এসময় বলেন, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে সরকার স্কুল ব্যাংকিং চালু করেছে।

এ কর্মসূচির মাধ্যমে ছাত্রজীবন থেকেই তহবিল গঠন করতে পারছে শিক্ষার্থীরা।  

যারা শিক্ষার্থীদের জঙ্গি করতে চায় তাদের স্বপ্ন কখনোই সফল হবে না। কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করছে সরকার। জঙ্গিবাদ দমনে শিক্ষার্থীদের সজাগ থাকাতে হবে, যোগ করেন তিনি।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী ও জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খাঁন।  

জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা শিক্ষা কর্মকর্তা আবু আশরাফ নুর, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামরুল হাসান, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, রূপালী ব্যাংকের জিএম কাইসুল হক, হাসনে আলম, আমীর হামজা প্রমুখ।
 
১৪টি স্টলের মাধ্যমে তাদের স্কুল ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন চিত্র তুলে ধরে জেলায় থাকা বিভিন্ন ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।