ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশ বিক্রি করে হাসিনার শেষ রক্ষা হবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
দেশ বিক্রি করে হাসিনার শেষ রক্ষা হবে না

ঢাকা: দেশ বিক্রি করেও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শনিবার (০৮ এপ্রিল) রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে আসেন সম্প্রতি চট্টগ্রামে ‘অস্বাভাবিক’ মৃত্যুর শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক নুরুল আলম নুরু’র শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। তাদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, আজকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। হাসিনা প্রতিনিয়ত সারা বাংলাদেশের মানুষকে খুন করছে, হত্যা  করছে। হাসিনার বিচার এ দেশের মাটিতেই করবে এ দেশের মানুষ।

তিনি বলেন, শুধু রাজনৈতিক নয়, র‌্যাবের যে ঘটনা বেরিয়েছে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে সাধারণ মানুষকে তারা খুন করছে, গুম করছে।

ভবিষ্যত নেতৃত্বকে বেছে বেছে হত্যা করা হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, শুধু র্যাব নয়, কী সব বাহিনী বানিয়েছে, সারা দেশে তারা ঘুরছে আর যত পলিটিক্যাল ভালো ভালো ছেলে আছে, যারা ভবিষ্যতে এ দেশকে নেতৃত্ব দিতে পারবে, দেশের মানুষের সেবা দিতে পারবে, কাজ করতে পারবে তাদেরকে বাছাই করে খুন করছে- যাতে এ দেশটার বিরুদ্ধে যে যাই করুক, তার প্রতিবাদ করতে না পারে।

তিনি বলেন, এর পেছনে নিশ্চয়-ই বড় একটা পরিকল্পনা আছে। কী পরিকল্পনা হাসিনার? আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন! আজীবন ক্ষমতার থাকার জন্য সে এরই মধ্যে অনেক কাজ করছে, এ দেশের কিছুই রাখে নি, সবই বিক্রি করেছে।

আরো বোধ হয় বাকি যেটা আছে, সেটাও বিক্রি করে আসবে। কিন্তু দেশ বিক্রি করেও পৃথিবীর ইতিহাসে কেউ রক্ষা পায় নাই। হাসিনা যেন মনে করে না, যাদের কাছে বিক্রি করলাম তারা বাঁচাতে আসবে। যখন এ দেশের মানুষ জেগে উঠবে, তখন কেউ বাঁচাতে আসবে না- বলেন খালেদা জিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল, চেয়ারপারসনের উপদেষ্টা গিয়াস কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সভা ডা. শাহাদাৎ হোসেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।

খালেদা জিয়া প্রয়াত নুরুল আলম নুরুর স্ত্রীর হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং তার তিন শিশু সন্তানের লেখা-পড়ার ব্যয়ভারগ্রহণের দায়িত্ব নেন তিনি।

অনুষ্ঠানে প্রয়াত নুরুল ইসলাম নুরুর স্ত্রী, তিন সন্তান, শাশুড়ি, চাচাতো ভাই ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭/আপডেট: ০০৫২ ঘণ্টা
এজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।