ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লংগদুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুন ৯, ২০১৭
লংগদুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির লংগদুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়ায় পাহাড়িদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।

শুক্রবার (০৯ জুন) দুপুরে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে লংগদুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

ঘটনাটি তদন্তে বিএনপির একটি প্রতিনিধি দল শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অনুমতি চাইলেও প্রশাসন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুমতি দেয়নি বলে জানা গেছে।

প্রতিনিধি দলটি পাঁচ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শেষে লংগদু যেতে না পেরে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেন তারা।  

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে আবদুল্লাহ আল নোমান বলেন, লংগদুর ঘটনা কোনো সাধারণ বিষয় নয়। লংগদুর ঘটনায় সহায়ক ভূমিকা পালন করার লক্ষ্যে আমরা লংগদু পরিদশর্নে এসেছিলাম। কিন্তু প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা লংগদুতে যেতে পারলাম না, রাঙামাটি থেকেই ফিরতে হচ্ছে।

তিনি আরো বলেন, লংগদুর সাধারণ মানুষ এখন গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। এখানে শান্তির জন্য পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ধরে রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল মনীষ দেওয়ান, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট, দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপু তালুকদার।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।