ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে বোমাসহ শিবিরের ২৯ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৭
টাঙ্গাইলে বোমাসহ শিবিরের ২৯ নেতাকর্মী আটক

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ২৯ নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছে টাঙ্গাইল থানা পুলিশ। ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে ১২টি বোমা ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধারের কথাও জানানো হয়।

রোববার (১১ জুন) রাত আট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূইয়া বাংলানিউজকে জানান, আটককৃতরা জেলায় বড় কোনো নাশকতা করার জন্য গোপন বৈঠকে ওই ছাত্রবাসে মিলিত হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, তাদের কাছ থেকে বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাদের বাকী সঙ্গিদের আটকের জন্য বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার সকাল ১০টায় প্রেসব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি নাজমুল হক ভূইয়া।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।