ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি প্রতি ঈদের পরই আন্দোলনের হুমকি দেয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
‘বিএনপি প্রতি ঈদের পরই আন্দোলনের হুমকি দেয়’ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: প্রতিবারই ঈদের পরে আন্দোলন করার হুমকি দেয় বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে উপজেলা আ’লীগের আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিও অংশগ্রহণ করবে।

তবে সেই নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে।

বিএনপি’র আন্দোলন বিষয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতারা ঘরে বসে ডিজিটাল সময় পার করছেন। মাঠে নামার সময় কই তাদের। রাজনীতি হলো মাঠে ময়দানের বিষয়। আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। সাধারণ মানুষের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ।

হাওরে বন্যা পরিস্থিতি ও চট্টগ্রামের পাহাড়ধসের ঘটনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সরেজমিনে গিয়ে ত্রাণ সহায়তাসহ মানবিক সব কার্যক্রমে অংশ নিয়েছে। পক্ষান্তরে বিএনপি প্রেস রিলিজের মাধ্যমে হতাহতদের শান্তনা দিয়ে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, ঢাকাস্থ নোয়াখালী সমিতির সভাপতি শাহাবুদ্দিন, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।