ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে

টাঙ্গাইল: ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বিএনপি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা নির্বাচন চাইনা বলেই দেশকে অস্থিতিশীল করতে আবারো হরতাল অবরোধের নামে মানুষ হত্যার রাজনীতির পুনরাবৃত্তি ঘটাতে চাইছে।

শনিবার (১৭ জুন) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়ায় ঈদ বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চান বলেই বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

এরপরও যদি বিএনপি নির্বচনে না আসে তবে যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ক্রীড়াবিদ মো. খুরশিদ আলম বাবুল, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোকছেদুর রহমান রিপন, ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, যুবলীগ নেতা এমএফ কবির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।