ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জামায়াত অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
‘জামায়াত অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ’

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘জামায়াতের নিবন্ধনই বাতিল হয়ে গেছে। জামায়াত রাজনৈতিকভাবে আনুষ্ঠানিক নিষিদ্ধ না হলেও অনানুষ্ঠানিক নিষিদ্ধ হয়ে গেছে। জনগণের কাছে জামায়াত এখন ঘৃনিত সংগঠন, এরপরে এ দলের আর কোন অস্তিত্ব খুজে পাওয়া যাবে না, এটা বিলুপ্তির পথে’।

শনিবার (১৭ জুন) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোপালপুর ঈদগাহ ময়দানে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ কোন প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের অংশ গ্রহণের সাংবিধানিক সুযোগ নেই।

বিএনপি কি করবে এটা তাদের নিজস্ব রাজনৈতিক বিষয়। তবে আমরা বলেছি আগামী নির্বাচন সংবিধানের অনুযায়ী হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, তাইজাল আলী খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।