সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ফাইল ফটো
নারায়ণগঞ্জ: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর ৮ জুলাই দলের ওয়ার্কিং কমিটি ও ৯ জুলাই সংসদীয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হবে। আমরা বিএনপির মতো অন্ধকারে ঢিল ছুড়বো না।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা নদীতে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লেখক ফরহাদ মজহার নিখোঁজের পর উদ্ধারের বিষয়ে তিনি বলেন, পুলিশের তদন্তের আগে এ বিষয়ে হুট করে কোনো মন্তব্য করতে চাই না।
বিএনপি তো শুধু কথাই বলে। নির্বাচন সামনে রেখে বিএনপির একেক নেতা একেক রকম কথা বলছেন। তারা বিভিন্ন সময়ে অন্ধকারে ঢিল ছোড়ে।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, সেতুর ম্যানেজার জেন্তা তেবা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।