ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাড়ি বাড়ি উঠান বৈঠকের নির্দেশ প্রধানমন্ত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
বাড়ি বাড়ি উঠান বৈঠকের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

ঢাকা: এখন থেকেই নির্বাচনী প্রচারণা চালাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৮ জুলাই) বিকেলে গণভবনে আয়োজিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।  

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে কার্যনির্বাহী সংসদের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে বলেন। এ ক্ষেত্রে উঠান বৈঠক করার কথা বলেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানোর প্রসঙ্গে উদাহরণ হিসেবে শেখ হাসিনা বৃটিশ পার্লামেন্টের সংসদ সদস্য পদে নির্বাচিত ভাতিজি টিউলিপ সিদ্দিকীর সফলতার কথা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, টিউলিপ সিদ্দিকী প্রথমবার অল্প ভোটে জিতেছে। পরে বাড়ি বাড়ি মানুষের গেছে। পরের নির্বাচনে বিপুল ভোটে সে জিতেছে।   

আগামী নির্বাচনের জন্য নৌকা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশনা দেন তিনি।  

বিগত বিএনপি-জামায়াত সরকার আমলে এবং বিভিন্ন সময় তাদের নেতিবাচক কর্মকাণ্ডগুলো মানুষের কাছে তুলে ধরার কথা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  

বৈঠকে সূচনা বক্তব্যে অতীতে বিভিন্ন সময় নির্যাতিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের তথ্য সংগ্রহের নির্দেশনা দিলেও পরে আবারও তিনি এ বিষয়ে কথা বলেন।  

সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি প্রত্যেক এলাকায় বিএনপি-জামায়াত আমলে নিহত-আহত, নির্যাতিত সকল নেতা-কর্মীর নাম ঠিকানাসহ তালিকা তৈরির নির্দেশ দেন।

বৈঠকে আগামীতে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বদরুদ্দিন আহমেদ কামরানকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন। তিনি জন্মদিন পালন করবেন না বলে নেতা-কর্মীদের জানিয়ে দেন।

কার্যনির্বাহী সংসদের সভায় সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে আলোচনা হয় বলেও সূত্র জানায়।

বৈঠক সূত্র জানায়, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঠেকাতে আওয়ামী আইনজীবীরা যথাযথ ভূমিকা রাখেননি বলেও বৈঠকে অভিযোগ করেন কেউ কেউ।

আরও পড়ুন: অতীতে নির্যাতিত আ.লীগ কর্মীদের তথ্য সংগ্রহের নির্দেশ

তবে এ বিষয়ে বাইরে কথা না বলে সংসদে কথা বলার নির্দেশনা দেয়া হয় বৈঠকে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এসকে/এমইউএম/এমএ
আরও পড়ুন: আ’লীগ ক্ষমতায় থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।