সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
উপস্থিত আছেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সহ সভাপতি নিয়ামত উল্লাহ।
দীর্ঘ ১০ বছর পর আয়োজিত জেলা সম্মেলনে যেমন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তেমনি উদ্বেগ উৎকণ্ঠাও আছে। স্থানীয় আওয়ামী লীগে দু’টি গ্রুপ সক্রিয় রয়েছে। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী গ্রুপ দু’টির ১৮ জন সভাপতি ও ২২ জন সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এসব প্রার্থীরা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় নিজেদের প্রার্থিতা জানান দিতে পোস্টার-প্যানাসাইন টানিয়েছেন। কাউন্সিলরদের কাছে হাজির হয়ে নিজের পক্ষে দোয়া ও সমর্থন চাইছেন। তবে নতুন নেতৃত্ব নির্বাচন নাকি মনোনয়নের মাধ্যমে নির্ধারিত হবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
বিগত সম্মেলনে সহিংসতা হওয়ায় এবার সতর্ক সবাই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্মেলন করতে আয়োজক ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
বিএস/এএসআর