শুক্রবার (২১ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতারা ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এতে কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র শহিদুজ্জামান শহিদকে আহ্বায়ক এবং পাঁজিয়ার আবু সাঈদ লাভলু ও গৌরিঘোনার সোহেল রানাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক কাজী মোজাহিদুল ইসলাম পান্না, আলমগীর সিদ্দিক টিটো, মঈনুর রহমান, রবিউল ইসলাম, জয় ভদ্র, আল হেলাল, তহিদুজ্জামান তহিদ , ফারুক হোসেন, ওহেদুজ্জামান মিন্টু, টুটুল হোসেন, দিপু দাস, গফুর হোসেন, মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, মশিয়ার রহমান, শরিফুল ইসলাম, মিজানুর রহমান ও শাহিন পাড়।
অনুমোদিত কমিটিতে বলা হয়েছে, ১৫ মে ২০১৭ থেকে পরবর্তী ৯০ দিনের জন্য কমিটি অনুমোদন করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ করে উপজেলার সম্মেলন করতে হবে।
প্রায় দু’বছর আগে কাজী মোজাহিদুল ইসলাম পান্নাকে আহ্বায়ক করে কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা যুবলীগ। ওই কমিটিকেও ৯০ দিনের মধ্যে প্রত্যেক ইউনিয়নে সম্মেলন শেষ করে উপজেলার সম্মেলন করার নির্দেশনা দিলেও তারা গত দু’বছরেও পারেনি। ফলে কেন্দ্রীয় কমিটি নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এএ