তিনি বলেন, আজ দেশে ব্যাংক লুট হচ্ছে, রিজার্ভ চুরি হচ্ছে, শেয়ার বাজারে ধস নেমেছে। লঞ্চ, বাস, মাছ ঘাট দখল হচ্ছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার মহানগর বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কথায় আছে ‘চোরে চোরে মাসতুতো ভাই’। তাই আজ দেশে অর্থ চুরির বিচার হয়না। তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে। দেশে ক্রান্তিকাল চলছে। বাজারের দিকে তাকালে সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে। পত্রিকা খুললে খুন, গুম, হত্যা, ধর্ষণের খবর।
তিনি বলেন, বন্যায় জনপ্রতিনিধিরা এলাকায় যান না। পাহাড় ধসে যান না। কিন্তু বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যেই যেতে চেয়েছিলো, সে সময় তাকে বাধা দেয়া হয়। তিনি রাজনৈতিক বৃহৎ দল বিএনপি’র মহাসচিব, এটা মাথায় রাখা উচিত।
যুগ্ম মহাসচিব বলেন, দেশে আজ ইউএনও গ্রেফতার হয়। দেশে কোনো চেইন অব কমান্ড নেই। পুলিশ আজ ডাক দিয়ে বলে ম্যাডাম আপনাকে আমরা বানিয়েছি, ছাত্রলীগ-যুবলীগ বলে আমারা বানিয়েছি। সেই ছাত্রলীগ-যুবলীগ আজ বিত্তশালী হচ্ছে, কিন্তু জনগণ কিছুই পাচ্ছে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ অন্য নেতারা।
এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবায়েদুল হক চান, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদারসহ নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমএস/এসএইচ