মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামচী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামায়াত নেতা রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা, গাছকাটা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরসহ লক্ষ্মীপুর সদর থানায় ৭-৮টি মামলা রয়েছে।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, জামায়াতের আমির রুহুল আমিনের বিরুদ্ধে থানায় হত্যা ও নাশকতাসহ ৭-৮টি মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২০১৭
জেডএস