শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের সময় তার কাছে থেকে একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
রোববার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে জামায়াত নেতা আব্দুল আজিজের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়।
তাকে গোদাগাড়ী থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসএস/বিএস