মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সমসাময়িক রাজনীতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চিকিৎসা নিতে দীর্ঘ তিনমাস লন্ডনে থাকার পর বুধবার (১৮ অক্টোবর) খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। চোখ ও পায়ের চিকিৎসার জন্য গত ১৫ জুলাই দেশ ছাড়েন তিনি। বিদেশে থাকাকালে তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করবে কি-না- প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার কোনো পরোয়ানা জারি করেনি, করেছেন আদালত। আদালতের পরোয়ানা বাস্তবায়ন করবে আইন-শৃঙ্খলা বাহিনী। সুতরাং, আইন-শৃঙ্খলা বাহিনী কি পদ্ধতিতে তা করবে, সেটি তাদের ব্যাপার। এখানে সরকারের কোনো পরামর্শ নেই, করণীয় নেই’।
গ্রেফতার হলে নির্বাচনে প্রভাব পড়বে কি-না- প্রশ্নে ইনু বলেন, ‘কোন দলের কোন নেত্রী-নেতা গ্রেফতার হবেন কি হবেন না, তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। যেকোনো দলের নেতা-নেত্রী যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন, তাদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। তফসিল ঘোষণার আগে যদি কোনো ব্যক্তি বা নেতা যদি কোনো মানুষকে খুন করেন, তাহলে পুলিশ তাকে গ্রেফতারে বাধ্য হবে’।
‘নির্বাচনের নিরপেক্ষতার সঙ্গে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার কোনোই সম্পর্ক নেই’।
বিএনপির মতো শক্তিশালী দলের নেতা গ্রেফতার হলে সকল দলের নির্বাচন অংশগ্রহণ নিশ্চিত হবে কি-না- প্রশ্নে ইনু বলেন, ‘শক্তিশালী দলের চেয়ারপারসন কি আইনের ঊর্ধ্বে?, এটিই একটি অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। শক্তিশালী দলের চেয়ারপারসন গ্রেফতার হলে যদি নির্বাচন ক্ষুণ্ন হয়, তাহলে সে দলই তো অগণতান্ত্রিক। বরং আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটিই আমাদের কাম্য’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমআইএইচ/এএসআর
** ‘নির্বাচনের রোড ব্লক করতেই বিএনপির ২০ দফা’