রোববার (২৯ অক্টোবর) চট্টগ্রাম শহরের মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের স্বৈরতান্ত্রিক আক্রমন থেকে শুধু জনগণ নয়, গণমাধ্যম কর্মীরাও রেহাই পায়নি।
তিনি আরো বলেন, দেশে রাজনৈতিক নিরাপত্তা নেই, জনগণের নিরাপত্তা নেই। এতো আক্রমন করার পরেও চট্টগ্রামের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানিয়েছে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে বের হন বিএনপি প্রধান। তার গাড়িবহরে যোগ দেন দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা।
বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনীতে পৌঁছানোর পর আওয়ামী সন্ত্রাসীরা খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর চালায়। এতে মিডিয়ার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরীর।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এএম/বিএস