রিজভী বলেন, ‘সরকারের পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে’।
তিনি বলেন, বিএনপির দলীয় কোন্দলের কারণে দলের নেতাকর্মীরা নাকি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা করেছে এমন মন্তব্যও করেছেন আওয়ামী লীগ নেতারা।
বিএনপির নেত্রী বিশৃঙ্খলা তৈরির জন্য খালেদা জিয়া সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন, আওয়ামী লীগ নেতাদের এ মন্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সড়ক পথ সবচেয়ে নিরাপদ পথ। আওয়ামী লীগের নেতারা যান না? তাদের যাওয়ার হাজার হাজার দৃষ্টান্ত আছে। আজকে এই কথা আসে কেন?
তিনি বলেন, মিয়ানমারে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে এ দেশে এসেছে, অথচ সরকার মিয়ানমারের কাছে কোনো প্রতিবাদ করতে পারেনি। সেখানে সরকার একটি ‘হুমকি’ দিতে পারেনি। উল্টো মিয়ানমারের কাছে চাল চাইতে যায়। গণমাধ্যমের ওপর ‘সন্ত্রাসী’ হামলা করে।
সংবাদ সম্মেলনে এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিএস