ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে ছাত্রলীগ নেতা ইমন হত্যার প্রতিবাদে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
যশোরে ছাত্রলীগ নেতা ইমন হত্যার প্রতিবাদে মিছিল যশোরে ছাত্রলীগ নেতা ইমন হত্যার প্রতিবাদে মিছিল

যশোর: যশোর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

রোববার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইমনের বাড়িতে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক সাল-সাবিল আহম্মেদ জিসান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্লাহ প্রমুখ।

মিছিল থেকে ইমন হত্যাকারীদের অবিলম্বে আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে নেতাকর্মীরা ইমনের জানাজা ও দাফনে অংশ নেন।  

শনিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতা ইমন বাড়ির পাশের বেজপাড়া-গুরগোল্লা মোড়ে বন্ধুদের সঙ্গে বসে লুডু খেলা দেখছিলেন। এ সময় দুই-তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বুকে দুই রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রোববার সন্ধ্যা ৭টা) থানায় মামলা হয়নি এবং এ ঘটনায় কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, পরিচ্ছন্ন ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন মনোয়ার হোসেন ইমন। সম্প্রতি জেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচিত হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, কমিটি হলে ইমন গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী ছিলেন। তবে জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটিতে ইমন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ শোনা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।