সেখানে ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্প মা, শিশু-স্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
পাশাপাশি বালুখালী, হাকিমপুর ও ময়নার গোলা শরণার্থী ক্যাম্পে প্রায় ১১ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
সেই লক্ষ্যে সেনাক্যাম্পে বিএনপির পক্ষ থেকে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ত্রাণ বিতরণ শেষে বালুখালির পান বাজারে অবস্থিত ড্যাবের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন।
সেখানে তিনি পাঁচ হাজার শিশুর মধ্যে শিশুখাদ্য বিতরণের পাশাপাশি গর্ভবতী পাঁচ হাজার নারীর মধ্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলে দেবেন।
এদিকে, ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ব্যানার ফেস্টুনে সাঁটানো হয়েছে।
এ প্রসঙ্গে ড্যাবের মহাসচিব এ জেড এম ডা. জাহিদ বাংলানিউজকে বলেন, চেয়ারপারসন আমাদের মেডিকেল উদ্বোধন করবেন। আগেও যেমন প্রস্তুতি ছিলো এখনো আছে। ড্যাবের কার্যক্রম বিএনপি চেয়ারপারসন, মহাসচিব ও রোহিঙ্গা ত্রাণ বিষয়ক কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলে জানান তিনি।
ডা. জাহিদ বলেন, অস্থায়ী মেডিকেলে এ পর্যন্ত প্রায় দুই লাখ রোহিঙ্গা রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এএম/এসএইচ