রোববার (২৯ অক্টোবর) রাতে উপজেলার পাগলাহাট বাজারে এ ঘটনা ঘটে। মোমিনুলকে মারধরকারী যুব সংহতির নেতা তারেক রহমানকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) ভোরে মোমিনুলের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার উত্তর ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রোববার দিনগত রাত ১০টার দিকে মোমিনুলের হোটেলে তারেক খাওয়ার পর তার কাছে বিলের টাকা চান। এসময় মাতাল থাকা তারেক তুচ্ছ বিষয় নিয়ে মোমিনুলের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মারতে থাকেন।
এতে মোমিনুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় উত্তেজিত জনতা তারেককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পন্ডিত বাংলানিউজকে বলেন, অভিযুক্ত তারেক রহমানকে আটক করা হয়েছে। এছাড়া মামলারও প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এফইএস/এএটি/এইচএ/