ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উখিয়ার পথে খালেদা

মো. মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
উখিয়ার পথে খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে সড়কের দু’পাশে মানুষের ভিড়। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: মিয়ানমারে নির্যাতনের জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে উখিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জেলা বিএনপি সভাপতি শাজাহান চৌধুরী, দলের মৎস বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল নেত্রীর সঙ্গে আছেন। এছাড়া খালেদা জিয়ার সিকিউরিটি ফোর্সের সদস্যরাও তার সঙ্গে আছেন।

কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাজাহান চৌধুরী বাংলানিউজকে জানান, পালংখালীর ময়নারঘোনা, হাকিমপাড়া ও বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের দেখতে যাবেন দলীয় চেয়ারপারসন। সেখানে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন, তাদের খোঁজ-খবর নেবেন।  এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় থাকা বিএনপির পেশাজীবী চিকিৎসকদের সংগঠন ড্যাবের ক্যাম্পও পরিদর্শন করবেন খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সড়কের দু’পাশে নারী-শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা গেছে। ধানের শীষ হাতে নিয়ে মিছিল-স্লোগানে তাকে স্বাগত জানাচ্ছে হাজারো মানুষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে নেত্রীকে এক নজর দেখার জন্য নেতাকর্মী-সমর্থকদেরও প্রাণান্ত চেষ্টার কমতি নেই।

সূত্র জানায়, বিতরণের জন্য ত্রাণসামগ্রী আগেই রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিছু ত্রাণসামগ্রী খালেদা জিয়া রোহিঙ্গাদের হাতে তুলে দেবেন। বাকি ত্রাণসামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে সরকারিভাবে বিতরণ করা হবে।

ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে খালেদা জিয়ার গাড়িবহর। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করবেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার সকালে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

এর আগে রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রওনা দিয়ে রাত ৮টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজার পৌঁছে।

মিয়ানমারে নির্যাতনের জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকার গুলশান কার্যালয় থেকে রওনা হন খালেদা। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণের যাত্রা বিরতি নেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন করেন।  

খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজার রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তখন একটি জনসভায় অংশ নিয়েছিলেন। তখনও ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম এসেছিলেন। সার্কিট হাউসে রাতযাপন করে পরদিন কক্সবাজার গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।