মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রিজভী বলেন, খালেদার গাড়ি বহরে লাঠিসোটা, অস্ত্র নিয়ে আপনাদের গুণ্ডা বাহিনী হামলা করে অর্ধশত গাড়ি ভাঙচুর করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নাকি মাদার অব হিউম্যানিটি! যার হাত দিয়ে ইলিয়াস আলী গায়েব, চৌধুরী আলম গায়েব, সাইফুল ইসলাম গায়েব, চন্দন গায়েব, সুমন গায়েব, তিনি নাকি মাদার অব হিউম্যানিটি। তাহলে মাদার অব নিষ্ঠুরতা কে?
রিজভী আরও বলেন, নোবেল পুরস্কার পাওয়ার জন্য কতো কথা! শেষে যখন পেলেন না মন খারাপ করে দেশে ফিরে বলেন তারেক রহমানের কারণে পাননি। তাহলে তারেক রহমান এতো বড় নেতা, আপনারা আওয়ামী লীগ ছেড়ে তারেক রহমানের শিষ্যত্ব গ্রহণ করুন।
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও গণমাধ্যমকর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।
এসময় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআইজে/এএ