ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের জনগণ জানে কারা হামলা চালিয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
দেশের জনগণ জানে কারা হামলা চালিয়েছে মানববন্ধনে বক্তব্য রাখছেন রহুল কবির রিজভী/ছবি: বাংলানিউজ

ঢাকা: খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় বহু সাংবাদিক আহত হয়েছেন। তারা কি মিথ্যা কথা বলছেন? তারা কি বিএনপি করেন? সারা দেশের জনগণ জেনে গেছে কারা ওই হামলা করেছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রিজভী বলেন, খালেদার গাড়ি বহরে লাঠিসোটা, অস্ত্র নিয়ে আপনাদের গুণ্ডা বাহিনী হামলা করে অর্ধশত গাড়ি ভাঙচুর করেছে।

সাংবাদিকরা আহত হয়েছেন, তারপরেও আপনার বলছেন সাজানো নাটক। মন্ত্রীত্বের জন্য, ক্ষমতার জন্য, মাত্র কয়েকটা টাকার জন্য এমন মিথ্যাচার করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নাকি মাদার অব হিউম্যানিটি! যার হাত দিয়ে ইলিয়াস আলী গায়েব, চৌধুরী আলম গায়েব, সাইফুল ইসলাম গায়েব, চন্দন গায়েব, সুমন গায়েব, তিনি নাকি মাদার অব হিউম্যানিটি। তাহলে মাদার অব নিষ্ঠুরতা কে?

রিজভী আরও বলেন, নোবেল পুরস্কার পাওয়ার জন্য কতো কথা! শেষে যখন পেলেন না মন খারাপ করে দেশে ফিরে বলেন তারেক রহমানের কারণে পাননি। তাহলে তারেক রহমান এতো বড় নেতা, আপনারা আওয়ামী লীগ ছেড়ে তারেক রহমানের শিষ্যত্ব গ্রহণ করুন।

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও গণমাধ্যমকর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

এসময় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বিএনপির  বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআইজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।