মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় ও মা সমাবেশে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে একুশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত বণিক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া ও কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল।
এছাড়া সমাবেশে জেলার সব উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর মা বক্তব্য রাখেন।
সমাবেশে কসবা পৌর এলাকাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই