বুধবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা প্রশাসক (ডিসি) গৌতম চন্দ্র পাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সাইদুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
২০১৩ সালের ১৩ ডিসেম্বর সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লবকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। অভিযোগপত্রে উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের নাম থাকায় তাকে বরখাস্ত করা হয়।
এদিকে বরখাস্ত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামছুল হাসান ছামছুল।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরবি/