সোমবার (০৬ নভেম্বর) বেলা ১২টায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এর আগে সকাল পৌনে ১১টায় গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফখরুল বলেন, মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গা ইস্যু নিয়ে চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
দলের চেয়ারপারসন ছাড়া বৈঠকে ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
রোববার (০৫ নভেম্বর) দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান থমাস এ শ্যানন। সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দল ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেবেন বলে জানা গেছে।
**মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে খালেদা
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ০৬,২০১৭
এএম/বিএস