ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেরোবিতে জুনিয়রের হাতে মাথা ফাটলো সিনিয়রের

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বেরোবিতে জুনিয়রের হাতে মাথা ফাটলো সিনিয়রের ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেরোবি (রংপুর): ক্যারাম খেলাকে কেন্দ্র করে মারামারিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুনিয়রের হাতে আহত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী জামিউল রাব্বী। এতে তার মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। পরে হলের আবাসিক শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করায়।

তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের (২০১৩-১৪ সেশন) বাংলা বিভাগের   শিক্ষার্থী জামিউল রাব্বী ও বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের (২০১৪-১৫ সেশন) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোতাউল ইসলাম দোলনের মধ্যে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত সাড়ে আটটার দিকে দুইজনের মধ্যে হাতাহাতি হয়।

মোতাউল ইসলাম দোলন এক পর্যায়ে জামিউর রাব্বীকে জানালার সঙ্গে কয়েকবার ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রাব্বীর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে হলের আবাসিক শিক্ষার্থীদের সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেলের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রাব্বীর মাথায় প্রাথমিকভাবে ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেলে অবস্থানরত তার বন্ধুরা।  

জামিউল রাব্বী বাংলা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মোতাউল ইসলাম দোলন ছাত্রলীগ কর্মী বলে ছাত্রলীগ সুত্রে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়েছে। তবে জুনিয়র হয়ে সিনিয়রের গায়ে হাত তোলা মেনে নেওয়া যায় না। ছাত্রপ্রতিনিধি হিসেবে আমি উপযুক্ত শাস্তিম‍ূলক ব্যাবস্থা নিব।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান এই ঘটনা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘন্টা, নভেম্বর ৬,২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।