মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে ফেনী সদর কোর্টের বিচারক মো. জাকির হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে ফেরা পথে ফেনী মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম আদালতে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেন। পরে আদালত আবুল কাশেম মিলন, মোবারক হোসেন দুলাল (ভিপি দুলাল) ও দেলোয়ার হোসেন বাবুলকে এক দিনের রিমান্ডে মঞ্জুর করেন।
গত ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় ফেনীর ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। সে সময় বহরের অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়, যেগুলোর বেশিরভাগই ছিলো গণমাধ্যমের।
কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে ৩১ অক্টোবর বিকেল ৪টা ৪০ মিনিটে মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে ২০ থেকে ২৫ জন লোক খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে ও গুলি ছোঁড়ে। এ সময় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আগুন লাগা বাস দুটি খালেদা জিয়ার গাড়ি বহরের উল্টোপথে আসছিলো।
উভয় ঘটনায় পৃথক মামলা দায়ের করে পুলিশ। ২৮ অক্টোবরের ঘটনায় ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন কার্ট পুলিশের পরিদর্শক একেএম নজিবুল ইসলাম।
অপর দিকে ৩১ অক্টোবর খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন বাদী হয়ে জেলা ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩৫-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসএইচডি/জিপি