শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এ্যানী বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। কিন্তু এবার ভোট ছেড়ে দেবো না। অবশ্য সেই ভোট নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে। জনগণ বিগত সময়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে আন্দোলন করেছিলো, একই ভাবে এবারও জনগণের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।
তাদের উৎসাহ উদ্দীপনা, সাহস ও মনোবল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করবে বলে জানান তিনি।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, ভবাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল আলম স্বপন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
গত ৬ নভেম্বর লক্ষ্মীপুর আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ খালেদকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমএ/