ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

কিছু ঘটলেই বিএনপি’র ওপর দায় চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে সরকার: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০
কিছু ঘটলেই বিএনপি’র ওপর দায় চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে সরকার: ফখরুল

ঢাকা: দেশে কোনো কিছু ঘটলেই বিএনপি’র ওপর দায় চাপিয়ে সরকার নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের একেক জন মন্ত্রী একেক রকম কথা বলে দেশবাশিকে বিভ্রান্ত করছে।



২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সরকারের বক্তব্য এর সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত করবে বলেও মত দেন তিনি।

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার দুই ছেলেকে দেখতে বিদেশে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও একজন মা, অন্য একজন মা ও তার সন্তানদের নিয়ে তার এ ধরনের ‘কুরুচীপূর্ণ’ বক্তব্য দেওয়া উচিত নয়।

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই খালেদা জিয়া ছেলেদের দেখতে দেশ ছেড়ে যাচ্ছেন না বলেও মত দেন তিনি।

দেশের রাজনীতি ক্রমেই সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর পরিনতি ভালো হবে না।

আগামীকাল মুক্তাঙ্গণে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ সঠিক সময়েই শুরু হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘প্রজ্ঞাপন জারি করে রাজপথে মিছিল সমাবেশ নিষিদ্ধ করা গণতন্ত্রবিরোধী, মৌলিক অধিকার পরিপন্থি। ’

বাংলাদেশ সময় ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।