ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীকে হুমকি: জামিন আদেশের কপি দাখিলে সময় পেলেন তিন বিএনপি নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার মামলায় হাইকোর্টের জামিন আদেশের কপি দাখিলে সময় পেয়েছেন মামলার আসামি বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বুৃধবার আসামিদের পক্ষে আদালতে উপস্থিত হতে সময় চেয়ে বলা হয় আসামিরা সবাই হাইকোর্টের আদেশে দু’মাসের জামিনে আছেন।

তবে জামিন আদেশের কপি এখনও না পাওয়ায় তারা তা আদালতে দাখিল করতে পারছেন না।
 
শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম রোকসানা বেগম হ্যাপী হাইকোর্টের আদেশ দাখিলে আসামিদের সময় দেন। হাইকোর্টের জামিন আদেশ দাখিলে আগামী ২১ ডিসেম্বর তারিখ ধার্য করেন।

আসামিদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আসামিরা গত ২২ আগস্ট হাইকোর্ট  থেকে ২ মাসের জামিন পান।  

মামলায় অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আপনার পরিণতি হবে আপনার বাবার মতো’ বলে হুমকি  দেন আসামিরা।

গত ১ আগস্ট মামলাটি করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালী। মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ ৫ জনকে স্বাক্ষী করা হয়।

বাদী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।