বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত জামায়াত নেতা আব্দুর রহিম স্বপন চাটখিল উপজেলা জামায়াতের সাথী সদস্য। তিনি বদলকোট ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মো. কলিম উল্যাহর ছেলে।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী চাটখিল পৌর সদরের দক্ষিণ বাজারে নাশকতা পরিকল্পনার উদ্দেশে একটি সভায় মিলিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে শিবির নেতাকর্মীরা পালিয়ে গেলেও জামায়াত নেতা আবদুর রহিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাটখিল থানায় ছয়টি মামলা রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এনটি