সোমবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র দাখিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যাশার কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ভাটি বাংলার বীর পুরুষ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল হামিদ।
আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, তার (আবদুল হামিদ) কাছে দলগতভাবে কোনো প্রত্যাশা নেই। তিনি জনগণের প্রত্যাশা পূরণ করলেই খুশি।
‘আবদুল হামিদকে আমাদের কাছে সর্বাধিক গ্রহযোগ্য ও সর্বজন গ্রহণযোগ্য মনে হয়েছে। একজন মানুষ দল করেও সর্বজন শ্রদ্ধেয়। রাষ্ট্রপতি তো দলের হবেন না, দেশের হবেন। কাজেই আমরা ওই ধরনের মানুষকে খুঁজে নিয়েছি। ’
এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
ইইউডি/এএ
পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না